• ঢাকা মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
logo

মুন্সীগঞ্জে আ.লীগ নেতা বহিষ্কারের পর ককটেল বিস্ফোরণ

মুন্সীগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২১ নভেম্বর ২০২১, ২১:৪২
মুন্সীগঞ্জে আ.লীগ নেতা বহিষ্কারের পর ককটেল বিস্ফোরণ
ছবি: আরটিভি নিউজ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়া ইউনিয়নে কিছুক্ষণ পর পর ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

রোববার (২১ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ছোট মোল্লাকান্দি এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনার পরপরই রাতে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে আসেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (২১ নভেম্বর) ওই ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান আক্তারউজ্জামান জীবন সদর উপজেলার আওয়ামী লীগের সহ-সভাপতি পদ থেকে সাময়িক বহিষ্কারের কারণে এ ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়রা মনে করছেন।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সিদ্দিকুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ ও গোয়েন্দা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন।

উল্লেখ্য, রোববার (২১ নভেম্বর) দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় মুন্সীগঞ্জের চরকেওয়ার ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আক্তারউজ্জামান জীবনকে সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

জিএম/এসকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নাঙ্গলকোট উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত
২৪ ঘণ্টার আলটিমেটামের পর কুবি শিক্ষকদের অবস্থান কর্মসূচি  
১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা কবে, যা জানাল এনটিআরসিএ
শ্বাসরোধে সন্তান হত্যার পর নাটক সাজান মা
X
Fresh